Wednesday, 30 September 2015

পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে !

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।
হ্যাঁ, এখন থেকে বার বার আপনার এন্ড্রয়েড ফোনের ডিসপ্লে চালু করার জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে না, শুধুমাত্র পকেট থেকে ফোন বের করলে কিংবা কোন সমতল স্থান থেকে ফোন তুললেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে ! বার বার পাওয়ার বাটন চাপাটা যেমন বিরক্তিকর কাজ; তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। সেই জন্যই এই ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময় পেলে শেয়ার করবো...
এটি কিভাবে কাজ করে?

এ জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান Awesome On Off Ultimate ব্যবহার করতে হবে। এটি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কাজ করে কাজ করে। একটি নির্দিষ্ট কোণে আপনার ফোনটিকে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন করে দেয়। তবে মজার বিষয় হল, এটি চার্জের ওপর লক্ষণীয় কোন প্রভাব ফেলে না বললেই চলে। আর অ্যাপটি ইন্সটল করে নিজের প্রয়োজনমত সেটিং করে নিতে পারলে ব্যবহার করে অবশ্যই মজা পাবেন।
Free Download Awesome On Off Ultimate
Free Download Awesome On Off Ultimate
এই অ্যাপটি ফ্রি নয়। Play Store থেকে এটি নামাতে হলে আপনাকে 2.23$ পরিশোধ করতে হবে। তবে আমি এটি আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে, তাও আবার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ ! সাইজঃ ৪৫০ কিলোবাইট !

তবে কেউ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন
প্লে স্টোরে লিঙ্ক 
কেউ এই টিউন আগে করে থালে ক্ষমা করবেন
ভাল থাকবেন সবাই

আপনার মোবাইলের কল রিসিভ করুণ বাতাসের সাহায্যে। নিয়ে নিন ছোট একটি Android Software।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। আকাশ খারাপ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।

আজ আমি আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যা দিয়ে আপনি বাতাসের মাধ্যমে কল রিসিভ করতে পারবেন। আপনার মোবাইলে যখন কুন কল আসবে তখন আপনি আপনার মোবাইল টাচ না করে আপনি কল রিসিভ করতে পারবেন। তবে সেই কাজের জন্য আপনাকে বাতাস প্রয়োগ করতে হবে। বাতাসের সাহায্যে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এই এপ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এটার কাজ খুব সহজ।



এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড করতে এখানে যান



এটা কি?
Air call Receive helps you for easy way to ‘RECEIVE CALL’, ‘REJECT CALL’ Manage ‘MUSIC TRACK’and Manage ‘GALARY IMAGES’without torching your phone. You can receive call using your hand swipe over the proximity sensor in any devices and reject call using your hand swipe slowly over the proximity sensor. Air call receive also managemusic track and air gallery manage like play/pause music, next/previous audio track, next/previous gallery images in your device with the use of proximity sensor. Air call receive is free version in Google play market download and Enjoying using proximity sensor for receive a call, manage music track and manage air gallery images.





কিভাবে কাজ করে ?

♥ Main Features: ♥
» Receive the call with proximity sensor.
» Reject the call with proximity sensor.
» Manage Air Music player (Next, Previous, Play/Pause) .
» Manage Air Gallery images with proximity sensor.(Next, Previous)
» Share this application using social network (Whatsapp, Facebook, Line, Wechat, Gmail)





আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Monday, 28 September 2015

সুপার টিউন এবার আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের Boot Logo চেঞ্জ করুন,এবার আপনার মোবাইল ওপেন হওয়ার সময় আপনার ফটো দাখাবে।

হ্যালো wantapk কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন এবং টেকটিউনস প্রযুক্তির সাথে মেতে আছেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় আশা যাক,প্রথমে আপনার মোবাইল CWM মুডে ওপেন করুন। এখান থেকে আপনার মোবাইলের Software Backup করে নিন। এটা না করলেও হবে যদি কোন সমস্যা হয় তাহলে Restore দেওয়ার জন্য আর কি।
এটা করতে আপনার পিছির দরকার হবে একটু
এবার ২টা ফাইল ডাউনলোড করেন

1-Logo Bin

2-LogoBuilder_by_Nazmul zip

ডাউনলোড করার পর ফাইল ২টা পিছিতে রাখেন এবার  LogoBuilder exe টা ওপেন করেন এবার নিচের ছবির মতো কাজ করেন।


এবার একটু আগে ডাউনলোড করা  logo bin টা Select করেন।

এবার ওপেন করেন করার পড় নতুন  logo bin আপনি যেখানে Save করবেন সেখানে গিয়ে Ok করেন একটা নতুন ফোলডারে করবেন।

এবার এই রকম আসবে আপনি  LogoBuilder মিনি মাইজ করে রাখেন।

এবার যেখানে নতুন  logo bin Save করার জন্য select করেছিলেন সেই ফোলডারে যান এবং দেখুন SONY লেখা ২ টা ফটো আছে আপনি ওই ২ টা ফটো এডিট করবেন ঠিক একই মাপে করবেন যেমন আপনি SONY লেখা মুছে দিয়ে ওখানে আপনি আপনার নাম কিংবা আপনার ফটো দিয়ে দিলেন এবার ওই একই ফোলডারে একই নামে SAve করবেন।
করার পর আবার  LogoBuilder ওপেন করেন এবং দেখেন আপনার এডিট করা ফটো এখানে চলে এসেছে।

এবার আপনি নিচের ছবির মতো করে Make করেন


এবার যেখানে নতুন  logo bin Save করার জন্য select করেছিলেন সেই ফোলডারে যান এবং দেখেন Update zip নামে একটা ফাইল Save  হয়েছে এই ফাইলটা আপনার মেমোরি কার্ডের নিচে নিয়ে নিন।
এবার আপনার মোবাইলে CWM মুডে ওপেন করেন এইভাবে

এবার Install Zip From Sdcard এ যান তারপর Apply /sdcard /update zip এ যান পরে Yes- Install / Sdcard /update zip এ ক্লিক করেন বেস হয়ে গেলো আপনার Boot Logo
সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কমনা করে বিদায় নিলাম

আপনাদের জন্য নিয়ে আসলাম, অ্যান্ড্রয়েডের সুন্দর একটি ‍Launcher

আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭৯ শতাংশ বাজার দখল করে আছে অ্যান্ড্রয়েড। স্মার্টফোন অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা শীর্ষে। অ্যাপস সহজলভ্যতার জন্য অ্যান্ড্রয়েডের ব্যবহার বেশি। এ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন কাস্টমাইজ করার জন্য নানা রকম লঞ্চার অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম, অ্যান্ড্রয়েডের অ্যাপস সুন্দর একটি ‍Launcher. অ্যাপসটি ইন্সটল দিয়ে আমার মোবা্ইলের থিম চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া দেখতে অনেক সুন্দর লাগছে।
http://www.guidingtech.com/assets/postimages/2015/03/EverythingMe-12.png
এই Launcher আমার কাছে অনেক ভালো লাগে, আসা করি আপনাদেরও ভালো লাগবে।
এটা  প্রথমে ডাউনলোড করুন আর ইন্সটল করুন -
DOWNLOAD HERE FOR FREE

স্মার্টফোনকে সুন্দর একটি থ্রিডি লুক দেওয়ার জন্য লঞ্চারটি বেশি জনপ্রিয়। এতে রয়েছে অসাধারণ সব থ্রিডি ইফেক্ট। ইন্সটল করলে দেখবেন আপনার মোবাইলের ফুল থিম চেঞ্জ হয়ে গেছে!


যাই হোক টিউনটি কেমন লেগেছে বলবেন কিন্তু টিউমেন্টের অপেক্ষায় রইলাম।আশাকরি আপনারা সম্পূর্ণ প্রক্রিয়া বুজতে পেরেছেন। তাও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে এইখানে টিউমেন্ট করে জানাতে পারেন।  আমি জানি টিউন টা লেখা গুছানো হয়নি তাই সবারই আমার টিউনে কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন.. সবার সুন্দর জীবনের কামনায় এবং আগামি দিন গুলোযেন ভাল হয় সেই দোয়াই আজকের মত এখানেই শেষ করছি।

ডাউনলোড করুন $14.99 ডলার মুল্যের Next Launcher 3D,আর আপনার Android ফোন কে দিন বেস্ট 3D লুক.[Latest]

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বর্তমানে এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীি বৃদ্ধির জন্য এন্ড্রয়েড অ্যাপস+গেমস এর ব্যবহার ও বেরে গেছে কিন্তু পেইড অ্যাপসের কারনে অনেকে তা ব্যবহার করতে পারে না। আর তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ১৪.৯৯ ডলার মুল্যের Next Launcher 3D পেইড অ্যাপসটি। ডাউনলোড করুন আর উপভোগ করুন পেইড অ্যাপস।
Key Features of Next Launcher 3D Shell
  • Extremely fancy 3D effect with buttery smooth experience
  • Real 3D Home Screen Transition Effects (Crystal, Cloth, Folding and more coming soon)
  • Stunning 3D screen preview with dazzling animation of screen switching
  • Build unique icon style by changing its size, angle, style and label (Icon Editor)
  • Combine all good parts from different themes into a single theme you really love (Theme Mix Mode)
  • Efficient and powerful batch apps management with gestures
  • Up to 8 different gestures available in home screen and app drawer
  • See how cool your phone could be by blowing all the icons and the widgets to air space (Floating Mode)
  • Enhanced shining border effects for home screen transition
  • Up to 7 rows on dock to shortcut all your favorites
  • Keep releasing 3D Next widgets, 3D themes and live wallpapers special designed by GO Launcher Dev Team.
  • MORE INFO VISIT GOOGLE PLAY

DOWNLOAD HERE                ALTERNATIVE LINK




বাংলা দোয়া’র এন্ড্রয়েড অ্যাপ “Bangla Dua Somahar বাংলা দোয়া সমাহার”



আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আজ আমি বাংলা দোয়া’র এন্ড্রয়েড অ্যাপ "Bangla Dua Somahar বাংলা দোয়া সমাহার" নিয়ে আসলাম। িএটি একটি বাংলা ইবুক এন্ড্রয়েড অ্যাপ এবং এটি পড়ার জন্য কোনো পিডিএফ রিডার কিংবা অন্য কোন রিডারের প্রয়োজন নেই, এবং পড়ার সুবির্ধাথে টাচ জুম ব্যবহার করুন।







Bangla Dua Somahar বাংলা দোয়া সমাহার অ্যাপটি তে রয়েছে প্রয়োজনীয় সকল দোয়ার সমাহার ----
এর তিনটি পর্বে রয়েছে প্রয়োজনীয় দোয়া সমুহ
১ম পর্ব : (পবিত্র কুরআন থেকে চয়নকৃত নবী ও রসূলগণের দোয়া সমূহ) : (মোট ৪৬ টি) :
১। সন্তানদের ও আবাসস্থল নিরাপদের জন্য দো’আ
২। দো’আ কবুলের জন্য একান্ত নিবেদন
৩। দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা এবং জাহান্নামের আযাব থেকে বাচার জন্য দো’আ
৪। ভুল-ভ্রান্তিবশত: কোন কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনার করার দো’আ
৫। কোন কাজ সহজ হওয়া ও কাজ সম্পাদনে ভুল-ক্রটি ক্ষমা চাওয়া এবং বরকত চাওয়ার দো’আ
৬। নিজেকে সত পথে কায়েম রাখার দো’আ
৭। গোনাহ মাফ ও জাহান্নামের আযাব থেকে বাচার জন্য দো’আ
৮। নেক সন্তান কামনা করে দো’আ
৯। রাসুল (সা:) এর আনুগত্যের ‍উপর অটল থাকার জন্য দো’আ
১০। আল্লাহর হুকুম অমান্য করার পাপ থেকে ক্ষমা চাওয়ার দো’আ
১১। জাহান্নামের আযাব থেকে বাচার জন্য এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য দো’আ
১২। অসত সঙ্গ ত্যাগ ও যালিমদের অন্র্ক্ত যাতে না হয় তার জন্য দো’আ
১৩। নিজের ও ভাইয়ের জন্য ক্ষমা চেয়ে দো’আ
১৪। যালিমের যুলুম থেকে বাচার জন্য দো’আ
১৫।  অবৈধ ও নিষিদ্ধ বিষয়ের কামনা করলে যে পাপ হয় তা ক্ষমার জন্য দো’আ
১৬। নিজে ও সন্তানাদিকে শিরক থেকে বাচার জন্য দো’আ
১৭। সন্তানদি সহ নিজে মুসল্লী হওয়া এবং পিতা-মাতার সহ সমস্ত মুসলিম ব্যক্তির জন্য দো’আ
১৮। শত্রুর শত্রুতা থেকে বাচার ও রাষ্ট্রীয় সাহায্য পাওয়ার জন্য দো’আ
১৯। কোন কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করে দো’আ
২০। রোগ মুক্তির দো’আ
২২। বিপদ থেকে মুক্তির দো’আ
২৩। ক্রোধ ও শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ থাকার দো’আ
২৪। পিতা-মাতার জন্য দো’আ
২৫। আল্লাহর রহমত কামনা ও ক্ষমা চাওয়ার দো’আ
২৬। নিজ, স্ত্রী ও সন্তানদির জন্য দো’আ
২৭। শুকরিয়া আদয়ের দো’আ
২৮। মুমিন বান্দার ক্ষমার জন্য আরশ বহনকারী ফেরেশতাদের দো’আ
২৯। যানবাহনে বসে পাঠ করার দো’আ
৩০। নৌকা ও জাহাজ ইত্যাদি জলযানে আরোহণের দো’আ
৩১। সন্তানদি, পিতা-মাতা ও নিজে আল্লাহর নে’মতের শুকরিয়া আদায় করা ও সত কর্মপরায়ণ হওয়ার জন্য দো’আ
৩২। জ্ঞান, ইলম ও স্মরণশক্তি বৃদ্ধির জন্য দো’আ
৩৩। হিংসা-বিদ্বেষ দুর করার জন্য দো’আ
৩৪। কাফেরদের উপর বিজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা
৩৫। ফিতনা-ফাসাদ থেকে বাচার জন্য আল্লাহর নিকট প্রার্থনা
৩৬। আয়তুল কুরসী
৩৭। বিপদে ও মুছীবতে পড়লে দো’আ
৩৮। শত্রুর উপর বিজয়ী হওয়ার জন্য দো’আ
৩৯। বালা-মুছীবত ও মহামারির সময় পিতা-মাতা ও মুমিনদের রক্ষার জন্য ও যালিমদের ধ্বংসের জন্য নূহ (আ:) এর দো’আ
৪০। নিজ বংশে সত সন্তান প্রার্থনা করে দো’আ
৪১। প্রজ্ঞা ও হিকমত বৃদ্ধির জন্য এবং সত্যবাদীদের অন্তর্ক্ত হওয়ার জন্য ইবরাহীম (আ:) এর প্রার্থনা
৪২। সত কর্মশীলদের অন্তর্ভুক্ত থেকে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য দো’আ
৪৩। যালিম স্বামীর অত্যাচার থেকে বাচার জন্য আসিয়ার দো’আ
৪৪। যুদ্ধের ময়দানে শত্রুর সম্মুখে দৃঢ থাকার ও মনোবল বৃদ্ধি, বিজয় প্রার্থনা করে তালূত বাহিনীর দো’আ
৪৫। পাপ ক্ষমা করে জাহান্নামের আগুন থেকে বাচার জন্য দো’আ
৪৬। কুরআনের কতিপয় আয়াতের জওয়াব।
২য় পর্ব : নামাজের প্রয়োজনীয় দোয়া সমূহ (৩০টি মুল দো’আ সহ আনুসাঙ্গিক দো’আ সমূহ) :
১। ওযূর দো’আ
২। মসজিদের প্রবেশের দো’আ
৩। মসজিদ হতে বের হবার দো’আ
৪। কা’বা গৃহে প্রবেশের দো’আ
৫। কা’বা গৃহ দর্শনের দো’আ
৬। মসজিদুল হারাম থেকে বের হওয়ার দো’আ
৭। আযানের জওয়াব ও  দো’আ
৮। তাকবীরে তাহরীমার পর যা পড়তে হয়
৯। রুকুর দো’আ সমূহ
১০। রুকু থেকে উঠার সময় দো’আ
১১। সিজদার দো’আ সমূহ
১২। দুই সিজদার মধ্যে পঠিত দো’আ
১৩। সিজদায়ে তিলাওয়াতের দো’আ
১৪। তাশাহ্‌হুদ
১৫। দরূদ
১৬। সালাম ফিরানোর পূর্বে পঠিত দো’আ
১৭। সালাম ফিরানো
১৮। সালাম ফিরানোর পর পঠিত দো’আ সমূহ
১৯। বিতর এর কুনুত
২০।  কুনুতে নাযেলা
২১। জনাযার ছালাতের নিয়ম ও মৃত ব্যক্তির জন্য দো’আ
২২। কবরে লাশ রাখার দো’আ
২৩। কবরে মাটি দেওয়ার দো’আ
২৪। মৃত ব্যক্তিকে দাফন করার পর দো’আ
২৫। কবর যিয়ারতের দো’আ
২৬। ইসতিখারাহ্‌র দো’আ / কল্যাণ প্রার্থণার দো’আ
২৭। হজ্জ ও ওমরার দো’আ
২৮। হাজারে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর মধ্যবর্তী স্থানে পঠিত দো’আ
২৯। ছাফা ও মারওয়া পাহাড়ে পঠিত দো’আ
৩০। আরাফার দিবসের দো’আ
৩য় পর্ব : দৈনন্দিন জীবনের প্রয়োজনী দোয়া সমূহ  (মোট ৬৭টি, তাছাড়াও বিবাহ খুতবা সংযুক্ত করা হয়েছে: [ ছহীহ হাদিস থেকে চয়নকৃত ]
১। রাতে ঘুমাবার দো’আ
২। ঘুমন্ত অবস্থায় ভয় পেলে দো’আ
৩। ঘুমন্ত অবস্থায় ভাল বা মন্দ স্বপ্ন দেখলে করনীয়
৪। ঘুম থেকে উঠার পর দো’আ
৫। শৌচাগার (বাথরুম) হতে বের হওয়ার দো’আ
৬। শৌচাগার (বাথরুম) প্রবেশের দো’আ
৭। খাবার সময় যা পড়তে হয়
৮। খাবার শেষে দো’আ
৯। খাওয়া শেষে দস্তরখানা উঠানোর সময় দো’আ
১০। দুধপান করার সময় দো’আ
১১। মেযবানের জন্য মেহমানের দো’আ
১২। দরজা-জানালা বন্ধের সময় পঠিত দো’আ
১৩। বাড়ী থেকে বের হওয়ার সময় দো’আ
১৪। বাড়ীতে প্রবেশের দো’আ
১৫। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বিদায় দানের দো’আ
১৬। নতুন কাপড় পরিধান কালে দো’আ
১৭। আয়না দেখার দো’আ
১৮। বিবাহের খুতবা
১৯। বিবাহ পড়ানোর পর বর-কনের জন্য বিবাহ আসরে পঠনীয় দো’আ)
২০। বাসর ঘরে পাঠ করার দো’আ
২১। বাসল রাতে দু’রাক’আত নামাজ পড়া এবং দো’আ
২২। স্ত্রীর সাথে মিলনের দো’আ
২৩। সকাল-সন্ধ্যায় যেসব দো’আ পড়তে হয়
২৪। শয়তান এবং তার কুমন্ত্রণার প্রতিকার
২৫। দ্বীনের উপর টিকে থাকার জন্য দো’আ
২৬। প্রার্থণা কবুল হওয়ার জন্য দো’আ
২৭। প্রহণযোগ্য ইবাদত করার তাওফীক্ব চেয়ে দো’আ
২৮। দুনিয়ার ফিতা ও কবর আযাব থেকে বাচার দো’আ
২৯। ক্ষমা প্রার্থণার শ্রেষ্ঠ দো’আ বা সাইয়্যিদুল ইস্তিগফার
৩০। দেনা পরিশোধ করার জন্য সাহায্য চেয়ে দো’আ
৩১। চোখ, কান, জিহ্ববা, মন ও বীর্যের অপকারীতা হতে পরিত্রানের দো’আ
৩২। অভাব, স্বল্পতা ও অপমান হতে পরিত্রানের দো’আ
৩৩। শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, পাগলামি হতে আশ্রয় চেয়ে দো’আ
৩৪। যুদ্ধে বের হয়ে যে দো’আ পড়তে হয়
৩৫। রাগ দমনের দো’আ
৩৬। জটিল পরিস্থিতি মোকাবেলার দো’আ
৩৭। বিপদের সময় যা পড়তে হয়
৩৮। বিপদগ্রস্ত লোককে দেখে দো’আ
৩৯। শত্রুর শত্রুতা থেকে বাচার জন্য দো’আ
৪০। ভাল ব্যবহার করলে তার জন্য দো’আ
৪১। আকাশে মেঘ হলে করনীয়
৪২। ঝড়-তুফানের সময় দো’আ
৪৩। বৃষ্টি চেয়ে দো’আ
৪৪। বৃষ্টি বর্ষণ হতে দেখলে যা বলতে হয়
৪৫। বৃষ্টি বন্ধের দো’আ
৪৬। কুরবানী করার দো’আ
৪৭। চাদ দেখার দো’আ
৪৮। নবজাত শিশুর তাহনীক ও দো’আ
৪৯। হাচি দিয়ে ও শুনে যে দো’আ পড়তে হয়
৫০। হাটে-বাজারে প্রবেশ করার সময় দো’আ
৫১। রোগীকে দেখতে যাওয়া এবং তার জন্য দো’আ
৫২। মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনাময় ব্যক্তির দো’আ
৫৩। মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
৫৪। কোন নতুন জায়গায় গিযে দো’আ
৫৫। আনন্দের সংবাদ শুনে করনীয়
৫৬। কেউ প্রশংসা করলে যা বলতে হয়
৫৭। শিরক থেকে বাচার দো’আ
৫৮। কোন ব্যক্তি দান করলে তার জন্য দো’আ
৫৯। বরকত সহ সম্পদ বৃদ্ধির দো’আ
৬০। ইফতারের দো’আ
৬১। লায়লাতুল ক্বদরের দো’আ
৬২। পশুর পিঠে আরোহনের দো’আ
৬৩। সফরের দো’আ
৬৪। ঈদের দিনে তাকবীর পাঠ
৬৫। প্রতিদিনের তাসবীহ-তাহলীল
৬৬। বৈঠকে যে দো’আ  পড়তে হয়
৬৭। বৈঠক শেষের দো’আ
# আপডেট : ২৩ অগাষ্ট ২০১৫
# সাইজ : ৫.২৪ এম.বি
# ভার্সন :১(১.০)
# রিকয়ার অ্যান্ড্রয়েড : ২.৩.৩ +

ধন্যবাদ।

DOWNLOAD LINK

Hot tune যাদের ফোনে OTG সাপোর্ট করেনা‬ ‪তারা OTG সাপোর্ট করিয়ে নিন‬

আজকে আপনাদের সাথে একটা সফটওয়্যার এর পরিচয় করিয়ে দিব >>
সফটওয়্যার টি কাজের কি না তা মাত্র ১ মেগাবাইট দিয়ে দেখতে পারেন।।।।
বর্তমানে OTG Cable Supported ফোন
ব্যাপক সারা ফেলেছে। কিন্তু দুখের
বিষয় বেশি দামী এবং লেটেস্ট
ফোনগুলা ছাড়া আর কোনো ফোনে
OTG সাপোর্ট করেনা।
কিন্তু আজ আপনাদের এমন একটা
সফ্টওয়ার দিতে যাচ্ছি যেটা আপনার
OTG Cable ইনেবল করে দিবে। এবং
আপনি পাবেন OTG এর আসল স্বাদ
আপনার কমদামী ফোনেই।


সফ্টওয়ারটটির নাম - USB OTG Connector.apk
এটির দাম প্লেস্টোরে
23$

কিন্তু আমি যতদিন আপনাদের সাথে
আছি আপনাদের কোনো চিন্তা করার
দরকার নেই।
এপটি নিচ থেকে Pro Version সহ
ডাউনলোড করুন একদম Free তে।
[প্রথমেই বলে রাখি ফোনটা অবশ্যই
Rooted হতে হবে]
1 . এপটি ইনস্টল করে ওপেন করুন। রুট
পারমিশন চাইবে গ্র্যান্ট করে দিন।
2. এবার দেখুন আপনার ফোনের কিছু
বর্ণনা দেওয়া আছে। একদম নিচে
দেখুন Mount এবং Unmount নামে দুটি
বাটন আছে।
3. এবার OTG Cable টি লাগিয়ে Mount
এ ক্লিক করুন।
প্রোসেসিং হতে কিছু সময় নিবে।
এবার যদি উপরে লেখা আসে OTG
Found তাহলে আপনার কপাল ভাল।
এবার এপটি মিনিমাইজ করে OTG
মামারে কুপাইতে থাকেন। আর যদি
লেখা আসে No Device Found এক্ষেত্রে
আমি সত্যিই খুব দুঃখিত এটা আসলে
আপনার ফোনে কাজ হবেনা।
তবে আমি এই সফ্টওয়ার দিয়ে Symphony
W85, Symphony 68Q, এবং Symphony W71i,
Walton Primo D3 তে চেক করেছি। কাজ
করে।

Download now 
(Collected)

এবার আপনার রিংটোনের সাথে বলে দেবে আপনার কলারের নাম। নিয়ে নিন দারুণ একটি Android Software।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।
আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ নিয়ে আলোচনা করব। এটি এমন একটি এপ যা ব্যবহার করে আপনাকে কে ফোন করল তার নাম আপনার রিংটোনে বলে দেবে। তারমানে আপনাকে আগে এপটির মধ্যে কলার নাম গুলো সেট করতে হবে। আপনাকে যখন কেউ কল করবে ঠিক তখন আপনার রিংটোনের সাথে আপনার কলারের নাম বলে দেবে। আমি এই এপ সম্পর্কে আর বেশি কিছু বলব না। কারণ এর কাজ খুব সহজ। আপনি নিজেই দেখুন।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
Caller Name Talker.Apk

এবার আপনার ফোনে সফটওয়্যার টি ইন্সটল করে নিচের ছবির মত সেটিং করে নিন।




আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন
সবাইকে ধন্যবাদ।

ফ্রিতে ডাউনলোড করুন AntiVirus PRO Android Security যার দাম $11.67 ডলার

আসা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি।
আজকে আপনাদে মাজে নিয়ে আসলাম এটি Paid Apps - AntiVirus PRO Android Security যার দাম $11.67 ডলার।
এই apps টি খুবই শক্তিশালী যা আপনার ফোনকে  দিবে সর্বোচ্চ সিকিউরিটি। এটা নিয়ে এর আগে অনেক টিউনস হয়েছে।
আমি শুধু নতুন ভার্সন আপনাদের দেত্তয়ার জন্য টিউনস করলাম।
AntiVirus PRO Android Security সম্পর্কে জানুন Google Play - তে গিয়ে।
https://play.google.com/store/apps/details?id=org.antivirus&hl=en

 With AVG AntiVirus PRO Android Security you can:
★ Scan apps, settings, files, media, calls & text messages (SMS) in real-time
★ Enable finding/locating your lost or stolen phone via Google Maps™
★ Lock & wipe your phone to protect your privacy
★ Kill tasks that can slow down your phone
★ Browse the web safely and securely
★ Monitor battery, storage and data package usage
★ Filter & block unwanted calls & text messages (SMS)
 AVG AntiVirus PRO Android Security also:
★ Defends against malicious apps, viruses, malware and spyware
★ Identifies unsecure device settings and advises on how to fix them
★ Helps ensure contacts, bookmarks & text messages are safe
★ Checks media files for malicious software & security threats
★ Guards you from phishing attacks
AntiVirus PRO Android Security
Version - v4.4.1.1
Size - 15 MB
Download Link  - Click Here

জেনে নিন আপনার অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে ৮১৯ কে বি এর একটা এপ্স দিএ[pro ইউজার দের জন্য]

সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে। যার নাম হল।
মোটামুটি অধিকাংশ ফোন এই এই ধরনের আপ দরকার। এটার ভিসুয়াল সুন্দর অ্যাড নেই
এখান থেকে ডাউনলোড করুন।
Device Manager

আমরা অনেকেই জানি যে যখন কোন অ্যান্ড্রয়েড অ্যাপ পিসি তে নামানর প্রয়োজন হয় তখন বিভিন্ন থার্ড পার্টি সফটওয়ারে আমাদের কাছে ডিভাইস আই ডি (অ্যান্ড্রয়েড  আই ডি ও জি এস এফ [Google Service Framework key id]) চেয়ে থাকে। এসব সময় ডিভাইস আই ডি বের করা এক্টু কঠিন হয়ে দাঁড়ায় তাই এই ছোট্ট অ্যাপ গুলো আমাদের সাহায্য করে এই কাজ গুলো করতে।

তাছাড়া অনেক সময় আমাদের ভ্যালিড ইমেইল জানার প্রয়োজন ও পরে। জা খুব সহজেই এই আপস এর সাহায্যে কপি পেস্ট করা সম্ভব।
এই আপস এর ফিচার গুলো হলঃ
এটি নিম্নোক্ত ডাটা আপনাকে দিতে পারে...
১) অ্যান্ড্রয়েড ডিভাইস আই ডি
২)ডিভাইস ভ্যালিড নাম ও মডেল
৩)গুগল সার্ভিস ফ্রেমওয়ার্ক কি
৪)ফোন নাম্বার
৫) সাইনড ই মেইল
৬) ওয়াইফাই ম্যাক
৭) ব্লুতুথ ম্যাক
এখান থেকে ডাউনলোড করুন।


অনেক সময় ব্লুটুথ এর নাম এর জায়গায় ম্যাক আই ডি আসে এই অ্যাপ এ এটা সহজেই নির্ণয় করা যায়.
এখান থেকে ডাউনলোড করুন।
পিসিতে অ্যাপ নামাতে নিচের টিউন টি দেখতে পারেন। আর কষ্ট করে হলেও অ্যাপ স্টোর থেকে নামাবেন। এতে developer রা inspired হবে।

Google Play Store থেকে সরাসরি পিসিতে অ্যাপস এবং গেমস ডাওনলোড করুন

ধন্যবাদ.ভাল থাকবেন।

এন্ড্রয়েড এ বাড়িয়ে নিন এপ স্টোরেজ ও ভার্চুয়াল মেমোরি(র‍্যাম)! (রুট আবশ্যক)

এপ স্টোরেজ:

যা যা লাগবেঃ

  • ১। রুটেড এন্ড্রয়েড ফোন
  • ২। কম্পক্ষে 4 gb মেমোরি কার্ড।(২gb মেমোরি কার্ডে করা যেতে পারে।কিন্তু তখন এক্সটারনাল মেমোরি কম হয়ে যাবে)।Class 10 হলে সবচেয়ে ভালো ফল পাবেন!
  • ৩। Link2sd সফটওয়্যার Link2SD Pro
  • ৪। Mini tool partition wijard/EASEUS Partition Master Home Edition Download
  • পদ্ধতিঃ

    ➡ ১।যেহেতু আপনার মাইক্রোএসডি মেমরি কার্ডের একটি পার্টিশন তৈরি করা হবে তাই আগে সব কিছু কম্পিউটারে ব্যাকআপ রেখেনিন যাতে কোন সমস্যা হলে কোন ডাটা না হারায়।
    ➡ ২।সেকেন্ডারি পার্টিশন তৈরিঃ
  • প্রথমে আপনার ফোন এর Setting>Developer options এ গিয়ে Usb debugging এ টিক মার্ক দিন।
  • Connectivity তে গিয়ে Usb connection mode এ Mass storage mode(MSC) সিলেক্ট করুন।
  • তারপর কম্পিউটারে Mini tool partition wijard ইন্সটল করুন।Usb দিয়ে আপনার ফোন pc তে কানেক্ট করুন। Mini tool partition wijard চালু করুন।আপনার মেমোরি কার্ড সিলেক্ট করুন। উপরের দিকে দেখেন Move/Resize নামের একটা বাটন আছে। ওইটাতে ক্লিক করুন। এরপর নিচের ছবির মত কাজ করতে থাকুন।
  •  



    • ➡ (Unlocated space after এ আপনি যতটুকু মেমোরি ইন্টারনাল মেমোরি হিসেবে বেবহার করতে চান তততুকু রাখবেন।4gb মেমোরি হলে আমার মতে 512mb/1024mb নেয়াই ভাল।
    • ➡ এবার আপনার ফোনটি কম্পিউটার থেকে disconnect করুন।➡ ৩।আপনার ফোন এ Setting>Security তে গিয়ে Unknown sources এ টিক মার্ক দিন।➡ ৪। Link2sd সফটওয়্যার টা ফোন এ ইন্সটল করুন।Link2sd চালু করুন।নিচের মত menu আসলে fat32 সিলেক্ট করে Ok দিন।(যদি এই menu না আসে তাহলে ফোন restart দিয়ে আবার link2sd চালু করুন।)

    • ➡ নিচের মত messege দেখালে ফোন restart করুন
    • তাহলেই মুল কাজ শেষ।➡ ৫। সব কিছু ঠিক আছে নাকি দেখার জন্য Link2sd চালু করে Menu>Storage info তে গেলে নিচের মত দেখাবে
    • ➡ ৬। এরপর Menu>Multiselect এ যান।
    • ➡ এরপর যে app গুলা আপনি মেমোরি কার্ড এ নিতে চান সেগুলা মার্ক করুন।অথবা select all এ দিতে পারেন।কিন্তু system app গুলা মার্ক করা যাবে না।(play store,map বাদে)
    • ➡ App মার্ক করা শেষ হলে Menu>Action>Create link সিলেক্ট করেন।
    • ➡ নিচের ৩টা বক্স এ যেন টিক দেয়া থাকে।তারপর ok দেন।
    • ➡ কাজ শেষ হলে নিচের মত দেখাবে।
    • ➡ এরপর menu>configure এ গিয়ে Autilink এ টিক মার্ক করে বের হয়ে আসুন।
    • সেকেন্ড পারশন এর ফাইল সিস্টেম এর ক্ষেত্রেঃ
    • ext2 অনেক পুরানো আর স্লো তবে সব ডিভাইসে কাজ করে!
    • ext3 ফাস্ট স্টেবল আর বেশীরভাগ ডিভাইসে হবে!
    • ext4 সবচেয়ে ফাস্ট তবে ডিভাইসের উপর নির্ভর করে!তবে নতুন সব ডিভাইসেই সাপোর্ট করে!
    • সর্বোপরি ext3 টাই দেয়া বেটার!

    র‍্যামঃ

    যা যা লাগবে :
    ১) রুটেড এন্ড্রয়েড স্মার্টফোন।
    ২) একটি ক্লাস ৮ মাইক্রোএসডি মেমোরি কার্ড (নুন্যতম 8MBPS হাই স্পিড হওয়া লাগবে)
    ৩) Ram Expander. প্রথমে এইখান থেকে Ram Expander এপ টি ডাউনলোড করে নিন! গুগল প্লেতে মুল্য মাত্র $10.20 (Size 5.5 mb) Only
    এখন Ram Expender টা ইন্সটল করে ওপেন করুন। Super User permission চাইলে  Grant / Accept করুন।
    নিচের ছবির মত আসবে,

    কত MB RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না।
    অর্থাৎ, যদি আপনার সেটের RAM 512MB হয় তাহলে আপনি 512 MB / 1GB RAM বাড়াতে পারবেন। সমান সমান করাই ভাল।
    Swap File তৈরির আগে Apps টির Settings এর SDCARD Directory তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে Apps নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।
    ছবি দেখে কি করতে হবে বুঝতে পারবেন
    Swap active লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কিছুক্ষণ সময় লাগবে সোয়াপ সাইজ অনুযায়ী। এই সময়ে অন্য কোন কাজ করবেন না। কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে।
    Close করে বের হয়ে যান। এখন Notify Icon ও Auto run অপশন ২ টায় টিক দেন কাজ শেষ।
    তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর এ ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।
    এপসটির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে। Swap RAM কত আর কতটুকু খালি আছে। সবশেষে মোট RAMকত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।
    Class 8 / 10 Memory Cardছাড়া RAM বাড়ানো যাবে না, বাড়িয়ে খুব লাভ হবে না।
    সতর্কবার্তা :
    ১) সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।
    ২) মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।
    আজ এ পর্যন্তই! :)